বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১৪:১০

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

সদরে উপজেলায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নারায়ণগঞ্জ সদরে উপজেলায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় সাইন প্রাইভেট লিমিটেডে নামের প্লাস্টিক কারখানায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ফায়ার সার্ভিস প্রায় চার ঘণ্টা চেষ্টার পর ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ঘটনাস্থলে আমাদের সাতটি ইউনিট কাজ করেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।  

তিনি জানান, কারখানাটিতে পলিথিন ব্যাগ, হ্যাঙ্গার এবং স্কচ টেপসহ বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র তৈরি করা হয়। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।