শিরোনাম

ঝালকাঠি, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঝালকাঠি ও পিরোজপুর জেলার সাংবাদিকদের নিয়ে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে আজ বুধবার সকাল সাড়ে দশটায় ঝালকাঠি সার্কিট হাউজ মিলনায়তনে দুই দিনব্যপী এ প্রশিক্ষণ শুরু হয়। এতে দুই জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণের প্রথম দিনে ‘নির্বাচনের অংশীজন’ হিসেবে রাজনৈতিক দল, সুশীল সমাজ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এরপর ‘গণভোট’ দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক একটি বিশেষ সভায় নির্বাচনের গুরুত্ব ও ভোটাধিকার বিষয়ে আলোচনা করা হয়।
নির্বাচনী ব্যবস্থাপনায় সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি-২০২৬ বিষয়ে সেশন পরিচালনা করেন দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ।
এর আগে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আক্কাস সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে পিআইবির প্রশিক্ষক গোলাম মুর্শেদ ও হাবিব সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার চ্যালেঞ্জ, রিপোর্টিং কৌশল এবং সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তাসহ সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।