বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১৬:১৩

নোয়াখালীতে ৩টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ছবি : বাসস

নোয়াখালী, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চর এলাহী ইউনিয়নের বিচ্ছিন্ন জনপদ চর বালুয়া ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চরবালুয়া এলাকায় অভিযানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি দুইটি একনলা বন্দুক, একটি এলজি এবং ২০ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।তবে এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুজ্জামান (৩০) নামের এক যুবক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার  করা সম্ভব হয়নি।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব আগ্নেয়াস্ত্র মজুদ করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, অপরাধীদের দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।এঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে