শিরোনাম

পিরোজপুর, ২১ জানুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
আজ বুধবার দুপুর ১২ টায় পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রার্থীদের মধ্যে প্রতীক ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নানসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।
পিরোজপুর জেলা রিটানিং কর্মকর্তা আবু সাঈদ জানান, পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে পিরোজপুর-১ আসনে শুধুমাত্র ২ জন দলীয় প্রার্থী। এদের মধ্যে অধ্যক্ষ আলমগীর হোসেন ধানের শীষের প্রার্থী এবং মাসুদ সাঈদী দাঁড়িপাল্লার প্রার্থী। এছাড়া পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সহ ৬ জন ও পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তৌহিদুজ্জামানসহ মোট ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।