বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১৬:২৩

চট্টগ্রামের বাঁশখালীতে অটোরিকশা উল্টে ফিশিং বোট শ্রমিক নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা উল্টে আলী হোসেন (৪৮) নামে এক ফিশিং বোট শ্রমিক নিহত হয়েছেন। ছবি : বাসস

চট্টগ্রাম, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা উল্টে আলী হোসেন (৪৮) নামে এক ফিশিং বোট শ্রমিক নিহত হয়েছেন।
 
আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পুকুরিয়া চাঁদপুর পুরাতন ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলী হোসেন বাঁশখালী উপজেলার সেখেরখীল ইউনিয়নের আলিবলি পাড়ার আমির হামজার ছেলে এবং পেশায় একজন ফিশিং বোট শ্রমিক ছিলেন।

জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি অতিরিক্ত গতিতে চলছিল। চাঁদপুর পুরাতনঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে যাত্রী আলী হোসেন মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর সিএনজি চালক অটোরিকশাটি রেখে পালিয়ে যান।

রামদাশহাট পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা তপন কুমার বাগচি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।  

ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।