বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১৩:৫৫
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৪:৩০

গণভোট উপলক্ষে মাগুরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

সভায় প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা। তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ছবি:বাসস

মাগুরা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : গণভোটের প্রচার জোরদার এবং ভোটারদের সচেতন বৃদ্ধি ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাগুরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা অডিটরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা। তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভায় বক্তব্যকালে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এতে জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। ভোটাররা যেন তথ্যভিত্তিক ও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সে জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

একই সঙ্গে তিনি গণভোটে ইতিবাচক ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা তাদের বক্তব্যে গণভোট ২০২৬ সফল করতে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

এর আগে একই দিন সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে মাঠ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রী ও গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সেখানে তিনি গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে জানান, সবাইকে ইতিবাচক ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘গণভোট ২০২৬—সঠিক সিদ্ধান্ত আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। 

তিনি গ্রাম পুলিশের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে গণভোট সম্পর্কে অবহিত ও উদ্বুদ্ধ করার আহ্বান জানান।