বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১৩:৩৪

সিরাজগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন পালন

জেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন পালন । ছবি: বাসস

সিরাজগঞ্জ, ২০ জানুয়ারি ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৯০তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি নানা কর্মসূচি পালন করেছে। 

এ উপলক্ষে গতকাল সোমবার (১৯ জানুয়ারি) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ইবি রোডস্থ দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টার সময় দলীয় অফিসে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিএনপি এযছ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

সন্ধ্যার পর পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর দুলালের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। 

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান রনজের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, আব্দুল কাদের শেখ, মতিয়র রহমান, রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সরকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মোরাদুজ্জামান মুরাদ, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. বিশা শেখ, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রনজু, জেলা ছাত্রদলের সভাপতি মো. জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মো. সেরাজুল ইসলাম সিরাজ। 

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মওলানা নুরুন্নবী হুসাইন।