শিরোনাম

বাগেরহাট, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটের মোল্লাহাটে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাংনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল সোমবার বিকেলে গাংনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মোরছালিম শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শিকদার হারুন আল রশিদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক আপসহীন নেত্রী। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় শাসন ব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় তিনি বারবার কারাবরণ করেছেন, তবুও আপস করেননি।
দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।