বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১৩:১৩

জয়পুরহাটে নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা

নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা।ছবি: বাসস

জয়পুরহাট, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে জেলা পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট সার্কিট হাউস মিলনায়তনে গতকাল সোমবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহীর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জয়পুরহাট পুলিশ সুপার মীনা মাহমুদা ও জেলা এনএসআইয়ের যুগ্ম পরিচালক বোরহান উদ্দিন।

সভায় বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে আনন্দমুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলার প্রত্যেক সরকারি কর্মকর্তাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। 
জুলাই সনদ বাস্তবায়নে ভোটাররা যাতে 'হ্যাঁ' এর পক্ষে ভোট দেন সে ব্যাপারে উৎসাহ ও উদ্বুদ্ধ করার জন্য আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, হ্যাঁ ভোট দিলে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে, মানুষ তাদের অধিকার ফিরে পাবে। আর না ভোট দিলে কিছুই পাবে না। 

মতবিনিময় সভায় জেলার সকল দফতরের প্রধান সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।