শিরোনাম

বরগুনা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলা শহরের গ্রীন রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। গত শনিবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
পরদিন রোববার (১১ জানুয়ারি) বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার রাত সাড়ে ৯ টার দিকে ক্ষতিগ্রস্ত ৯ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক, শীত নিবারণের জন্য কম্বল এবং ক্ষুধা নিবারণের জন্য শুকনো খাবার প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মিজ্ তাছলিমা আক্তার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তাৎক্ষণিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ, চাল, ডাল, ভোজ্য তেল, হলুদ, মরিচসহ বিভিন্ন খাদ্যসামগ্রী এবং কম্বল দেওয়া হয়েছে। এছাড়া, ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনর্র্নিমাণ লক্ষ্যে বরগুনা সদর উপজেলা পরিষদ থেকে জরুরি ভিত্তিতে ঢেউটিন সরবরাহ করা হবে বলেও তিনি জানান।
বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাবেক কাউন্সিলার আতাউর রহমান বাবুল এবং যুবদলের কেন্দ্রীয় নেতা মুরাদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।