বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৩:৪৮

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতির ইন্তেকাল 

মীর বাসির উদ্দিন জুয়েল। ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাসির উদ্দিন জুয়েল (৫৬) হ্নদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

গতকাল রোববার দিবাগত রাত দেড় টায় ঢাকা হ্নদরোগ ইন্সিটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আজ সোমবার বেলা ১১ টায় শহর জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাযায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক সংসদ সদস্য প্রার্থী মো. কামরুজ্জামান রতন ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক লোক অংশ গ্রহন করেন।

আজ বাদ যোহর তার নিজ বাড়ী টংগিবাড়ী উপজেলার বাহেরপাড়ায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে মুন্সীগঞ্জ প্রেসক্লাব ৩ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে।