বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১২:৫৬

ঝিনাইদহে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

: জেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-শুরু । ছবি: বাসস

ঝিনাইদহ, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুরু হয়েছে। 

আজ সোমবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ মেলার উদ্বোধন করেন। এর আগে মেলা উপলক্ষে সদর উপজেলা কৃষি অফিস চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে মেলা চত্বরে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ঝিনাইদহ জেলার মাটি খুব উর্বর। এখানে সব ধরণের ফসলের চাষাবাদ অত্যন্ত ভালো হয়। প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় ঝিনাইদহে কৃষিপণ্যের উৎপাদন অন্যান্য জেলার তুলনায় এগিয়ে। কৃষিতে আধুনিক প্রযুক্তির সংমিশ্রন ঘটানো গেলে কৃষিখাতে নতুন মাত্রা যোগ হবে। আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষি পদ্ধতিতে তরুণরা আগ্রহী হচ্ছে। সরকার তরুণ কৃষি উদ্যোক্তাদের সব ধরণের সহযোগিতা দিয়ে যাচ্ছে। 

এ দিকে সদর উপজেলা কৃষি অফিস জানিয়েছে, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মেলায় মোট ১৮টি স্টল বসানো হয়েছে। সদর উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তারা নানা ধরণের আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি উদ্ভাবন ও চাষাবাদ কৌশল প্রদর্শন করেছেন।

আগামী ১৪ জানুয়ারি (বুধবার) পর্যন্ত এ মেলা চলবে। মেলায় সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তা ও তরুণ কৃষি উদ্ভাবকরা নিজ নিজ স্টল প্রদর্শন করছেন।

মেলায় পারিবারিক সবজি পুষ্টি বাগান, নিরাপদ ঔষধি ফসল, নিরাপদ মাশরুম উৎপাদন, ফুল প্রদর্শনী, নিরাপদ উচ্চমূল্য ফল চাষ প্রদর্শনী স্টল বসানো হয়েছে। এ ছাড়া উচ্চমূল্য মসলা, সবজি, কৃষি প্রযুক্তি, গ্রাম শস্যচিত্রে ঝিনাইদহ সহ বিভিন্ন স্টল মেলায় প্রদর্শন করা হয়।