শিরোনাম

চট্টগ্রাম (রাউজান), ৮ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার রাউজান উপজেলায় নাশকতা মামলার পলাতক আসামি মো. নাছিরকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার চিকদাইর ইউনিয়নের নতুনহাট লোহার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. নাছির উপজেলার চুনতিপাড়ার মৃত মুন্সি মিয়ার ছেলে।
আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭, চট্টগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।
গ্রেপ্তারকৃত মো. নাছিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।