বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৪২
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৬:২৮

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

জেলায় নবাগত পুলিশ সুপার মো. বেলাল হোসেনের সাথে কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা। ছবি: বাসস

ঠাকুরগাঁও, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় নবাগত পুলিশ সুপার মো. বেলাল হোসেনের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার বলেন,“জেলার সর্বস্তরের মানুষ ও সাংবাদিকদের সহযোগিতায় ঠাকুরগাঁওকে একটি সুন্দর নিরাপদ ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই”।

তিনি আরও বলেন, “যদি পুলিশের মধ্যে কোনো ঘুষ-দুর্নীতি থেকে থাকে, তবে তা সমূলে উৎপাটন করে জেলা পুলিশকে জন সাধারণের সর্বোচ্চ আস্থার প্রতিক হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

তিনি জোর দিয়ে বলেন, অপরাধী ছাড়া জেলার সমস্ত মানুষ আমার কাছে সমান গুরুত্ব পাবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমি আমার সমস্ত মেধা প্রজ্ঞাকে কাজে লাগাতে বদ্ধ পরিকর!

যানজট নিরসন, মাদক নির্মূলসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার রাণীশংকৈল সার্কেল স্নেহাশীষ কুমার দাস, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সিনিয়র সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলু, এস এম জসিম উদ্দিন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তানভীর হাসান তানুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।