বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ১৫:০৯

যশোরে প্রায় কোটি টাকা মূল্যের সোনাসহ আটক ১ 

যশোরে তিনটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণালংকারসহ আটক বিকাশ কুমার ঘোষ (৩৪) কুষ্টিয়া জেলার মিরপুর থানার বিফল চন্দ্র ঘোষের ছেলে। ছবি : বাসস

যশোর, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : যশোরে তিনটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণালংকারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার ভোরে সদর উপজেলার দাইতলা ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সোনাগুলো জব্দ করা হয়।

আটক বিকাশ কুমার ঘোষ (৩৪) কুষ্টিয়া জেলার মিরপুর থানার বিফল চন্দ্র ঘোষের ছেলে। উদ্ধারকৃত সোনার ওজন ৫১৫.৯ গ্রাম। যার বাজার মূল্য ৯৩ লাখ ৫৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার দাইতলা ব্রিজের ওপর থেকে বিকাশ কুমার ঘোষকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণালংকার পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ কুমার ঘোষ জানিয়েছেন, ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার ও স্বর্ণালংকারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য যশোর সীমান্তের দিকে যাচ্ছিলেন তিনি।
এ ব্যাপারে মামলা দায়ের পর বিকাশ কুমার ঘোষকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক। 

বাসস/এনডি/সংবাদদাতা/১৪৫৭/টিকে