বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৯

বরিশালে সুতার কারখানায় অগ্নিকাণ্ড 

ছবি: বাসস

বরিশাল, ৫ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ বিসিক শিল্পনগরীতে ‘খান সন্স গ্রুপ’র একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে আকস্মিকভাবে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন শিকদার।

সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন শিকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। দুইটি ইউনিট দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে।