বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৫, ১৯:২০

ঝিনাইদহে সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধকরণ মাঠ দিবস

ঝিনাইদহ সদর উপজেলায় আজ কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

ঝিনাইদহ, ৫ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বিকাল ৪টায় সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কাতলামারী মাঠে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবিবের সভাপতিত্বে এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান।

এ অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন, ড্রাগন ফার্টিলাইজার ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মো. তরিকুল ইসলাম, হলিধানী ইউনিয়ন পরিষদ সদস্য সন্তোষ কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে স্থানীয় কৃষকরা উপস্থিত থেকে বিভিন্ন শস্যে সুষম সার প্রয়োগ পদ্ধতি, ফলন বৃদ্ধি এবং সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করেন।