শিরোনাম

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নিকুঞ্জে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
জাহিদ ইকবাল চত্ত্বরে বৃহস্পতিবার রাতে বেগম জিয়ার আরোগ্য কামনায় এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের আপসহীন নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি তার অসামান্য ত্যাগের ভূমিকাকে সশ্রদ্ধচিত্তে উচ্চারণ করেন।
বক্তারা আবেগাপ্লুত হয়ে উল্লেখ করেন, শত অত্যাচার-নির্যাতন সত্ত্বেও তিনি কখনও মাতৃভূমি ছেড়ে যাননি এবং বাংলাদেশী জাতীয়তাবাদ প্রশ্নে তিনি এক চুলও ছাড় দেননি, যা তাকে জনগণের কাছে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।
অনুষ্ঠানে সমাজকর্মী জাহিদ ইকবালের সভাপতিত্বে আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি মো. শাহিনুর আলম মারফত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈকত সরকার, ইমানুল হক, এমদাদুল ইসলাম বাবু, নুরুল আমিন ঝিন্টু, জুয়েল জাহিদুল, এএম আইয়ুব পাপ্পু, মুকুল হোসেন মৃধা, আমির হোসেন প্রমুখ।
আলোচনার পর শুরু হয় বিশেষ দোয়া মাহফিল। জামতলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হোসাইন আহমদ মোনাজাত পরিচালনা করেন। অসুস্থ নেত্রীর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় উপস্থিত সকল দল মতের মানুষ মহান আল্লাহর দরবারে অশ্রুসিক্ত নয়নে ফরিয়াদ জানান।