বাসস
  ২৯ অক্টোবর ২০২৫, ১১:৩৩

বরিশালে সিসা দূষণ প্রতিরোধ দিবস পালিত

সিসা দূষণ প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত ।ছবি: বাসস

বরিশাল, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে দিবসটি উপলক্ষে মানববন্ধন করে ইয়ুথনেটন গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিসা দূষণে বাংলাদেশ বিশ্বের চতুর্থ সার্বিক ক্ষতিগ্রস্থ দেশ। তারা বলেন, সিসা দূষণ নিয়ন্ত্রনে ভোগ্যপণ্যের মান নির্ধারণ, অবৈধ ব্যাটারি রিসাইক্লিং বন্ধ ও কঠোর আইন প্রয়োগ এখন সময়ের দাবি।

মানববন্ধনে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন, বিএম কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর শাহ সাজেদাসহ শিক্ষার্থী, সেচ্ছাসেবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে নগরীতে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।