বাসস
  ২৯ অক্টোবর ২০২৫, ১০:০৩

খাগড়াছড়িতে যানজট নিরসনে পুলিশের মামলা ও গাড়ি আটক

খাগড়াছড়ি, ২৯ অক্টোবর ২০২৫ (বাসস) : শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজট নিরসনে পুলিশ গাড়ি আটক করে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সম্প্রতি শহরের চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর, সেলিম ট্রেড সেন্টার ও বাজার এলাকায় পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি দেখা দেওয়ায় পুলিশ এ উদ্যোগ নিতে বাধ্য হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। 

সরেজমিনে দেখা যায়, শহরে নির্ধারিত পার্কিং এলাকা না থাকায় অনেক মোটরসাইকেল চালক রাস্তার ধারে, এমনকি ফুটপাত দখল করে গাড়ি পার্কিং করছেন। এতে শুধু যান চলাচল ব্যাহতই নয়, দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। 

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল ২৮ অক্টোবর দিবাগত রাত ৯টার দিকে সেলিম ট্রেড সেন্টারের সামনে ট্র্যাফিক পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে সড়কে অবৈধভাবে পার্ক করা মাটরসাইকেলগুলোর মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়।

খাগড়াছড়ি ট্র্যাফিক বিভাগের পরিদর্শক মুহাম্মদ সুমন জাহিদ লোভেল বলেন, শহরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এ অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।

এদিকে দীর্ঘদিন ধরে শহরের মূল কেন্দ্রে নির্দিষ্ট পার্কিং এলাকা তৈরি করার ব্যাপারে তাগিদ দিয়ে আসছেন এলাকাবাসী। তাদের মতে, শহরে নির্দিষ্ট পার্কিং থাকলে গাড়ির মালিক, পথচারি এবং সাধারণ মানুষ সবার জন্যই সুবিধা হবে। ট্র্যাফিক পুলিশেরও হয়রানি কমবে।