শিরোনাম

ঝালকাঠি, ২৮ অক্টোবর, ২০২৫(বাসস) : ঝালকাঠি ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিনসহ বেশ কিছু নতুন মেশিন ও ইউনিট উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এসব মেশিনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি হাসপাতালে নতুন মেশিন এবং ইউনিট উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে নতুন ডিজিটাল এক্সরে মেশিন, ৫০০ এম এ, বায়ো কেমিক্যাল এনালাইজার, ব্রেস্টফিডিং কর্নার ও পোস্ট অপারেটিভ ওয়ার্ড।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, হাসপাতালের তত্বাবধায়ক মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. কাওছার হোসেন।