বাসস
  ২৮ অক্টোবর ২০২৫, ১০:৩৫
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১১:০০

নারীর প্রতি সহিংসতা রোধে কুবিতে নাটক মঞ্চস্থ 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘মুখ ও মুখোশ’ নাটক মঞ্চায়িত। ছবি: বাসস

কুমিল্লা, ২৮ অক্টোবর ২০২৫ (বাসস) : নারী এবং তরুণীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘মুখ ও মুখোশ’ নাটক মঞ্চায়িত হয়েছে। গতকাল সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এর আয়োজন করা হয়।

সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই প্রকল্পের একাডেমিক সহযোগী হিসেবে কাজ করছে। নাটকটি প্রযোজনা করেছে কুবির প্রধান সাংস্কৃতিক সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

আমেনা আক্তার রচিত এবং রাকিন খানের নির্দেশনায় ‘মুখ ও মুখোশ’ নাটকে অনলাইনে সাইবার বুলিং এবং নারীর হয়রানির বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। দর্শকদের মধ্যে ডিজিটাল নিরাপত্তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এই নাটকের মাধ্যমে।

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক এবং নাটকের নির্দেশক রাকিন খান বলেন, ‘আমাদের নাটকটি অনলাইনে সাইবার বুলিং সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির একটি প্রচেষ্টা। আমরা এমন বার্তা দিতে চেয়েছি যে, কোনো ব্যক্তি যদি সাইবার বুলিংয়ের শিকার হন, তাহলে তারা যেন আইনগত সহায়তা পেতে পারেন। যখন কেউ অনলাইনে তাদের মত প্রকাশ করে, তখন ভিন্ন মতাদর্শের মানুষেরা তাদের বুলিং করে। এই প্রবণতা রোধে আমাদের নাটকটি সচেতনতার বিষয়টি তুলে ধরেছে।’