বাসস
  ২৭ অক্টোবর ২০২৫, ১৩:৩৫

ঝালকাঠিতে হাত ধোয়া দিবস পালিত

বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। ছবি: বাসস

‎ঝালকাঠি, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। 

আজ সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে নানা আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনের আয়োজন করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মজুমদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার এরশাদুজ্জামান মৃদুল।

সভায় বক্তারা বলেন, হাত ধোয়া একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাস। খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধুলে অনেক সংক্রামক রোগ থেকে সহজেই রক্ষা পাওয়া যায়।

আলোচনা সভা শেষে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।