শিরোনাম

রাজশাহী, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহীর দামকুড়া ও গোদাগাড়ী সীমান্ত থেকে ভারতীয় মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার দিবাগত রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত পৃথক অভিযানে এসব মাদক জব্দ করা হয়।
আজ সোমবার রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়া ও সাহেবনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির টহল দল সীমান্ত পিলার ৬১/ী-১-এস এবং ৪৫/২-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন ১টি বস্তা থেকে ভারতীয় মদ এবং ১টি প্ল্যাস্টিকের ব্যাগ থেকে ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় এবং পাতার বিড়ি রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।