বাসস
  ২৭ অক্টোবর ২০২৫, ১৩:১২
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১৩:২২

রাজশাহীতে অ্যালকোহলসহ আটক ২

পবায় অবৈধ অ্যালকোহল জব্দ । ছবি: বাসস

রাজশাহী, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহীর পবায় অবৈধ মাদকদ্রব্য ও প্রাণঘাতী অ্যালকোহলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৫। 

রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পবার কইরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার কইরা গ্রামের আব্দুর রহিমের ছেলে কোরবান আলী (৪০) ও মারিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. মোকছেদ (৫৫)। 

আজ সোমবার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে কয়রা এলাকায় কিছু মাদক কারবারি নিয়মিতভাবে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত অবৈধ মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রি করে আসছে। বিষয়টি জানার পর র‌্যাবের একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ শুরু করে। 

এর ধারাবাহিকতায় রোববার রাত সাড়ে ১২টার দিকে কয়রা গ্রামে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। এরপর ওষুধের বাক্সের লুকিয়ে রাখা অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, এসব মাদকদ্রব্যে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত। এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে সম্প্রতি রাজশাহীর বিভিন্ন জায়গায় প্রাণনাশের ঘটনাও ঘটেছে। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে জেলা ও মহানগরীর মাদক কারবারি ও যুবসমাজের কাছে মাদক বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে পবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।