বাসস
  ২৭ অক্টোবর ২০২৫, ১২:৪৪

সাতকানিয়ায় পাহাড় কাটায় জরিমানা

চট্টগ্রাম (দক্ষিণ), ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে কেবি-৩ নামের এক ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার সন্ধ্যায় তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান। এর আগে শনিবার উপজেলার শনখোলা এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, কেবি-৩ ইটভাটা নির্দেশনা অমান্য করে পাহাড় থেকে মাটি কেটেছে। তাই জরিমানা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।