বাসস
  ২৭ অক্টোবর ২০২৫, ১২:১৯

ঝালকাঠিতে টাইফয়েড টিকা বিষয়ে সমন্বয় সভা 

টিকাদান কর্মসূচি নিয়ে জেলা পর্যায়ে সমন্বয় সভা । ছবি: বাসস

ঝালকাঠি, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঝালকাঠিতে টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) টিকাদান কর্মসূচি নিয়ে জেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক আশরাফুর রহমান সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ জেলা পর্যায়ের বিভিন্ন কার্যালয়ের প্রধানগণ।

সভায় বক্তারা টাইফয়েড টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন সমস্যা এবং সমাধানে করণীয় সম্পর্কে নিজেদের মতামত প্রদান করেন। সমন্বয় সভাটি ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের সহযোগিতায় সিভিল সার্জনের কার্যালয় ঝালকাঠির উদ্যোগে অনুষ্ঠিত হয়।