বাসস
  ২৬ অক্টোবর ২০২৫, ১১:৫১

সাতক্ষীরায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

জেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ ।ছবি: বাসস

সাতক্ষীরা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : সাতক্ষীরার কালিগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড হয়েছে বাল্যবিবাহ। এ সময় ভ্রাম্যমাণ আদালত কনেপক্ষকে ২০ হাজার টাকা ও বরপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করে। 

শনিবার বিকেলে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

তিনি জানান, উজিরপুর গ্রামের এক ব্যক্তির কিশোরীর সঙ্গে যশোরের কেশবপুরের ব্রহ্মকাটি গ্রামের এক কিশোরের বিয়ের আয়োজন চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় বাল্যবিয়ে বন্ধ করে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৯ ধারায় কন্যাপক্ষকে ২০ হাজার টাকা ও বরপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে উভয়পক্ষের কাছ থেকে বিয়ের বয়স পূর্ণ হওয়ার আগে বিবাহ না দেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়।