বাসস
  ২৬ অক্টোবর ২০২৫, ১০:২৩

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

দৌলতপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ। ছবি: বাসস

কুষ্টিয়া, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার দৌলতপুর উপজেলা বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে।

দৌলতপুর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা শনিবার এ প্রচারণা কর্মসূচির নেতৃত্ব দেন। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিএনপি মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।