শিরোনাম

চাঁদপুর, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় ১৬ দিনব্যাপী ‘মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল ২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যাায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, চাঁদপুরকে সম্মিলিত প্রচেষ্টায় অন্যরকম করে গড়ে তুলতে চাই। জনগণের সকল প্রয়োজনে দল বিএনপির অংশগ্রহণ থাকবে। চাঁদপুরকে সুন্দর করে গড়ে তুলতে দায়িত্ব শুধু বিএনপির নয়, পুরো চাঁদপুরবাসীর।
তিনি আরও বলেন, খেলাধুলা ও সংস্কৃতি একটি আরেকটির সঙ্গে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। সন্তানকে সংস্কৃতি ও খেলাধুলায় মনোযোগী করবেন। সাংস্কৃতিক অংঙ্গনকে চাঙ্গা করতেই ‘মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল ২০২৫’ আয়োজন করেছি।
তিনি বলেন, মেইড ইন চাঁদপুর নাম দিয়েছি কারণ এখান থেকে জাতীয় পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের সময় যাতে সবাই বুঝতে পারে তারা চাঁদপুরের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. এ. কে. এম. সলিম উল্যাহ সেলিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান। স্বাগত বক্তব্য দেন পরিষদের সদস্য সচিব মইনুদ্দিন লিটন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী।
এসময় আরও উপস্থিত ছিলেন-সিল্কওয়েজ গ্রুপের চেয়ারপার্সন মুনিরা আহমেদ ও তার কন্যা ফারিসা আহমেদ মানহা, জেলা বিএনপির সহ সভাপতি ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাড. শামছুল হক মন্টু, অ্যাড. মুনিরা চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক ও পিপি অ্যাড. কৌহিনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ মানিক, জেলা জাসাসের সদস্য সচিব মোবারক শিকদার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক, তার স্ত্রী মুনিরা আহমেদ এবং কন্যা ফারিসা আহমেদ মানহাসহ উপস্থিত অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। পাশপাশি ৩৩ টি সাংস্কৃতিক সংগঠনকেও মেডেল ও সনদ দেওয়া হয়।
শেষে জেলা জাসাসের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।