বাসস
  ২৫ অক্টোবর ২০২৫, ১১:১৫

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত

প্রতীকী ছবি

কুড়িগ্রাম, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজারহাট-কুড়িগ্রাম রেলসড়কের কেন্দ্রা এলাকায় ট্রেনে কাটা পড়ে মাসুদ রানা (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। 

নিহত মাসুদ রানা উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের মোনাইম খাঁ মোন্নাফ ডাক্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিরব নামের এক বন্ধুকে সঙ্গে নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় মাসুদ রানা কুড়িগ্রাম থেকে রাজারহাট ফেরার পথে ট্রেনের ছাদে বসেছিল। পথিমধ্যে কেন্দ্রা নামক স্থানে হঠাৎই সে ছাদ থেকে নিচে লাফ দেয়। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে এবং জিআরপি (রেলওয়ে) পুলিশকে অবহিত করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার বিষয়ে জিআরপি পুলিশকে অবগত করা হয়েছে। তারা তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।”