বাসস
  ১১ অক্টোবর ২০২৫, ১৩:৪২

মুন্সীগঞ্জে চার জেলের কারাদণ্ড

মুন্সীগঞ্জ, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় চার জেলেকে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৪ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, লৌহজং উপজেলার গাওঁদিয়া গ্রামের দেলোয়ার মাদবরের ছেলে মো. মোস্তাকিম বিল্লাহ (২০), মালেক মাদবরের ছেলে দেলোয়ার হোসেন (৫০), জামাল মুন্সীর ছেলে আল-আমীন (৩০) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার বুলিধারা গ্রামের কফিল উদ্দিনের ছেলে আলী আকবর (৪০)।

শুক্রবার লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলামের নেতৃত্বে লৌহজং উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ যৌথভাবে পদ্মা নদীতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের সাজা দেওয়া হয়। 

তথ্য নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন।