বাসস
  ০৬ অক্টোবর ২০২৫, ১০:০৫

শেরপুর সদরের বলাইরচরে গণসংযোগ বিএনপির

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা সভায় বক্তব্য রাখছেন । ছবি: বাসস

শেরপুর, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলার বলাইচরে দশআনি বাজারে গণসংযোগ করেছে বিএনপি নেতারা।

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা রোববার এ কর্মসূচির নেতৃত্ব দেন।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতারা। এছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।