বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০১

রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ দুই আসামি গ্রেফতার

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনী অস্ত্রসহ দুই আসামিকে গ্রেফতার করেছে। ছবি: বাসস

চট্টগ্রাম (উত্তর), ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস)জেলার রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়া এলাকায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, মো. পারভেজ (৩১) সরফভাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভূইয়া পুকুর পাড় এলাকার আবুল আফছারের  ছেলে এবং আশরাফ আলী (১৯)সরফভাটা ইউনিয়নের তালিবউল্লা সিকদার বাড়ির একরাম সিকদার এর ছেলে।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১টি কিরিচ, ১টি দা ও ১টি ছুরি জব্দ করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট সন্ধ্যায় মামা ফজলুল করিম ও ভাগিনা মো. পারভেজ এক সঙ্গে পুকুরে গোসল করছিল। গোসল শেষে ভাগিনা কাপড় পাল্টানোর সময় মামার কাপড়ে পা দেয়। এতে মামার কাপড় ভিজে গেলে তিনি বিষয়টি বোন (পারভেজ এর মা) কে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ভাগিনা পারভেজ ঘটনার দিন রাতে মামাকে গুলি করলে তার শরীরে ৩টি গুলি বিদ্ধ হয়।

এ ঘটনায় মামা ফজলুল করিম দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে আসামি মো. পারভেজ ও তার সহযোগী আশরাফ আলী কে গ্রেফতার করে। এছাড়া পারভেজ সরফভাটা ইত্যাদি চত্বরে মামুন হত্যা মামলার তালিকভুক্ত আসামি।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি মো. পারভেজ ও তার সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।