বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪২

ভবদহ স্লুইস গেটের সব কপাট খুলে দেয়ার দাবি 

পানি দ্রুত নিষ্কাশনে ভবদহ সলুইস গেটের সবগুলো কপাট খুলে দেওয়ার দাবি ।  ছবি: বাসস

যশোর, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : যশোরে জলাবদ্ধ এলাকার পানি দ্রুত নিষ্কাশনে ভবদহ সলুইস গেটের সবগুলো কপাট খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে।  

আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ দাবি জানান ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।

শহরের নীলরতন ধর সড়কে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব চৈতন্য কুমার পাল। এ সময় সেখানে সংগঠনটির উপদেষ্টা ইকবাল কবীর জাহিদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমিটির উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ বলেন, যশোরে এ বছর অনেক বেশি বৃষ্টিপাত হলেও জলাবদ্ধতার মাত্রা কম। ভবদহের স্লুইস গেটের আটটি কপাট খুলে দেওয়ায় ব্যাপকভাবে পানি নেমে যাওয়ার কারণে এবার জলাবদ্ধতা কম হয়েছে।

২১ ভেন্টের এই সিরিজ গেটের বাকি কপাটগুলো খুলে দিলে দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতায় আক্রান্ত দেড় শতাধিক গ্রামের পানি নিষ্কাশিত হয়ে যাবে বলে তিনি দাবি করেন।

এর পাশাপাশি দ্রুত আমডাঙ্গা খাল সংস্কার, সরকার প্রতিশ্রুত ৮১ কিলোমিটার নদী খননের কাজ দ্রুত শুরু করা এবং টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বা জোয়ারাধার প্রক্রিয়াকে গতিশীল করারও দাবি করা হয়।