বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২

খুলনার ডিসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

খুলনায় সম্প্রতি নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। ছবি: বাসস

খুলনা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খুলনায় সম্প্রতি নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার বিকেলে তার সম্মেলনকক্ষে এ মতবিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, পরিকল্পনা ভালো না হলে বাস্তবায়ন সুন্দর হয় না। তাই জলাবদ্ধতাসহ খুলনার সমস্যার পেছনের মূল কারণগুলো খুঁজে বের করে সমাধান করতে হবে। ভূমি অফিসগুলোতে জমির খাজনা প্রদান, মিউটেশন প্রভৃতি করার ক্ষেত্রে কেউ হয়রানির শিকার হয়ে অভিযোগ জানালে অবশ্যই তার সমাধান করা হবে। 

তিনি আরও বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে প্রস্তুত থাকা যেকোনো তথ্য গণমাধ্যমকে সরবরাহের ক্ষেত্রে প্রক্রিয়াটিকে আরও দ্রুত ও সহজ করার চেষ্টা থাকবে। খুলনায় জেলা প্রশাসক হিসেবে সহযোগী হয়ে থাকতে চাই, অভিভাবক হিসেবে নয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।