শিরোনাম
সুনামগঞ্জ, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : দুই দশকের বিরতির পর বাংলাদেশ টেলিভিশনে আবার সম্প্রচার করা হবে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’।
এ অনুষ্ঠান সফল করতে জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষ ও আইসিটি) তাপস রঞ্জন শীলের পরিচালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ,
এছাড়া বক্তব্য দেন সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, শিশু একাডেমির কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, প্রধান শিক্ষক নাসরিন আক্তার খানম, সন্তোষ কুমার চন্দ, লোকদল শিল্পী বিধান চন্দ্র, সঙ্গীত প্রশিক্ষক সুহেল রানা, শহীদ নুর আহমেদ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।