বাসস
  ২৮ আগস্ট ২০২৫, ১১:৪১

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা শাহজালাল গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা শাহজালাল মোল্লাকে গ্রেপ্তার। ছবি :বাসস

লক্ষ্মীপুর, ২৮ আগস্ট ২০২৫(বাসস): লক্ষ্মীপুরে ১৭ মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা শাহজালাল মোল্লাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

বুধবার রাতে সদর উপজেলার করাতিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

শাহজালাল মোল্লা সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে চরের জমি দখল, চাঁদাবাজি, হত্যাসহ বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। 

এর মধ্যে বেশিরভাগ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। গতবছরের ৫ আগস্ট হাসিনার পতনের পর থেকে পলাতক ছিলেন শাহজালাল মোল্লা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় সদর উপজেলার রমনী মোহন ও চরাঞ্চলে জমি দখল, চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল শাহজালাল মোল্লা। এছাড়া জুলাই অভ্যুত্থানে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে তিনি সরাসরি জড়িত ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, আওয়ামী লীগ নেতা শাহজালাল মোল্লার বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সত্যতা রয়েছে। তার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।