বাসস
  ২৭ আগস্ট ২০২৫, ১৪:২৯

ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় 

ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।  ছবি :বাসস

‎‎ঝালকাঠি, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ‎‎ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আজ মতবিনিময় সভা করেছেন, ‎‎ঝালকাঠি জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। 

জেলা পুলিশের আয়োজনে বুধবার সকাল সাড়ে এগারটায় কলেজ অডিটোরিয়ামে পুলিশ সুপার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, সামাজিক দায়িত্ববোধ, অনলাইন জুয়া ও মাদক থেকে দূরে থাকার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন এবং যারা সঠিক উত্তর দেন তাদের হাতে চকলেট উপহার দেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। সমাজের প্রতি দায়বদ্ধ থেকে অপসংস্কৃতি এড়িয়ে চলা এবং সময়কে কাজে লাগিয়ে পড়াশোনা করে ভালো মানুষ হওয়ার উপায় নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন, পুলিশ সুপার। 
‎‎
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, এখন ভালো হওয়ার যেমন সুযোগ আছে, খারাপ হওয়ারও সুযোগ রয়েছে। আমাদের সঠিক ট্র্যাকে থেকে ভালোটা বেছে নিতে হবে। পড়াশোনা কেবল সার্টিফিকেটের জন্য নয়, জীবনে মানুষ হওয়ার জন্য পড়াশোনা করতে হবে।
‎‎
ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়েজিদ ইবনে আকবর, কলেজের ভাইস প্রিন্সিপাল ড. মো. লিয়াকত হোসেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদ মোর্শেদ সোহেল এবং ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।