বাসস
  ২৭ আগস্ট ২০২৫, ১৪:১১

রাঙ্গামাটিতে ২৩টি প্রতিষ্ঠানে মাছের পোনা বিতরণ

রাঙ্গামাটি সদর উপজেলার ২৩টি প্রতিষ্ঠানে আজ মাছের পোনা বিতরণ করা হয়। ছবি :বাসস

রাঙ্গামাটি, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের জন্য জেলায় আজ রাঙ্গামাটি সদর উপজেলার ২৩টি প্রতিষ্ঠানের মাঝে ২৫০ কেজি মাছের পোনা বিতরণ করা হয়েছে।

রাঙ্গামাটিতে মাছের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বুধবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জেলা মৎস্য কর্মকর্তা অধির চন্দ্র দাশ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাঝে এসব মাছের পোনা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা আনসার জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, জেলা পিগ ফার্মের কর্মকর্তা ডা. লেলিন দেসহ অন্যান্য কর্মকর্তারা।