বাসস
  ২৬ আগস্ট ২০২৫, ১৪:৩৩

হবিগঞ্জে হাওরে দেশী পোনা মাছ অবমুক্তকরণ 

আজ হবিগঞ্জে হাওরে দেশী পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ছবি :বাসস

হবিগঞ্জ, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ হাওরে চারশ’ ৭৩ কেজি দেশী পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার লুকড়া ইউনিয়নের হাওরে এসব পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, সদর উপজেলার পিআইও সাদ বিন জাহাঙ্গীর, লুকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়ছার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের হাওরে অবমুক্ত করা চারশ’ ৭৩ কেজি পোনা মাছের মধ্যে রয়েছে পুটি, কারফু, রুই, কাতলা, মৃগেল, গ্রাসকার্প প্রভৃতি মাছ। হবিগঞ্জ জেলায় এ বছর ২০ টন পোনা মাছ অবমুক্ত করা হবে।