শিরোনাম

খুলনা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে খুলনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভার প্রস্তুতি ও প্রচার কার্যক্রম শুরু হয়েছে। চলছে মাইকিং, গঠন করা হয়েছে ছয়টি উপ-কমিটি।
আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) নগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান।
দীর্ঘ ২২ বছর পর খুলনার মাটিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনের খবরে নগরজুড়ে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে।
প্রত্যাশা ও উদ্দীপনায় ভরপুর পরিবেশ বিরাজ করছে।
খুলনা মহানগর বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মহানগর ও জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিতব্য এই জনসভাকে দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ নির্বাচনী সমাবেশে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে খুলনা মহানগর, জেলা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে খুলনা বিএনপির শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে তারেক রহমানের নির্বাচনী জনসভার বিষয়টি চূড়ান্ত করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হবে।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় তথ্য সম্পাদক ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের প্রার্থী আলি আসগর লবিসহ মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, জনসভা সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়া ব্যবস্থাপনাসহ ছয়টি উপ-কমিটি গঠন করা হয়েছে। ঢাকা থেকে মঞ্চ ও আধুনিক সাউন্ড সিস্টেম আনা হবে। মাঠের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, মিডিয়া ব্যবস্থাপনা ও প্রচারণা কার্যক্রম ঘিরে দলীয় কার্যালয়ে একের পর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে।
ইতোমধ্যে নগরী ও জেলায় ব্যাপক মাইকিং শুরু হয়েছে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা বলেন, তারেক রহমানের খুলনা আগমন কেবল একটি নির্বাচনী কর্মসূচি নয়, এটি দলের নেতাকর্মীদের জন্য সাহস, আত্মবিশ্বাস ও মনোবল ফিরে পাওয়ার একটি বিশেষ মুহূর্ত। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের জন্য এই সফর হবে নতুন প্রেরণার উৎস।
তিনি আরও বলেন, ২২ বছর পর প্রিয় নেতাকে নিজের শহরে দেখতে পাওয়া নেতাকর্মীদের কাছে এটি আবেগ, গর্ব ও সম্মানের বিষয়। খুলনা ঐতিহাসিকভাবে বিএনপির শক্ত ঘাঁটি। নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের এই সফর বিএনপির রাজনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দক্ষিণাঞ্চলে দলের সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এই জনসভা একটি মাইলফলক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।