বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ২৩:৫১

সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক

ছবি : বাসস

বান্দরবান, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানে ভোটার উদ্বুদ্ধকরণ ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে বান্দরবান জেলার জামছড়ি ইউনিয়নের হাংসামা পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা আগামী ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে সকল ভোটারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এলাকার উন্নয়নে যোগ্য সংসদ সদস্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।

বান্দরবান জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. আবদুল জলিল, পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মুমেন, উপ-প্রধান তথ্য কর্মকর্তা

(পিআইডি) ফারহানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।