বাসস
  ১৯ আগস্ট ২০২৫, ১৩:২৪
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৩:৪২

সাতক্ষীরায় ফার্মেসি মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

সাতক্ষীরার কাথন্ডা বাজারে দুইটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

সাতক্ষীরা, ১৯ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার কাথন্ডা বাজারে দুইটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল সোমবার বিকেলে মেসার্স রুকাইয়া ফার্মেসির মালিক মো. শাহাজান কবীরকে ২৫ হাজার এবং মেসার্স জবা ফার্মেসিরমালিক মো. মোর্তাজা হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সাতক্ষীরার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অতীশ সরকার বলেন, সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মেসার্স রুকাইয়া ফার্মেসির মালিক মো. শাহাজান কবীরকে ২৫ হাজার টাকা এবং মেসার্স জবা ফার্মেসির মালিক মো. মোর্তাজা হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, ড্রাগ পরিদর্শক বাসারাত হোসেনসহ বিজিবি ও পুলিশ সদস্যবৃন্দ।