বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৭:৩০
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৭:৪০

ড. এ কে এম শাহাবুদ্দিন পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব

ড. এ কে এম শাহাবুদ্দিন । ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ড. এ কে এম শাহাবুদ্দিনকে পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে উল্লেখিত পদে বদলিপূর্বক পদায়ন করা হলো।

কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান পদবি ও কর্মস্থল : ড. এ কে এম শাহাবুদ্দিন (৬৩৫৯) রেক্টর (সচিব), জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি। পদায়নকৃত পদ, সচিব পানি সম্পদ মন্ত্রণালয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে জন প্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার অপর এক প্রজ্ঞাপনে পরিবেশ অধিদপ্তর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. কামরুজ্জামানকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে প্রদান করা হয়।