বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ২১:২১
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ২১:২৭

জিএসআইএমএএল-এর মিডিয়া ও এআই লিটারেসি যাত্রা শুরু

ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৬ (বাসস): মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) লিটারেসিকে নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল সাউথ ইনিশিয়েটিভ ফর মিডিয়া অ্যান্ড এআই লিটারেসি (জিএসআইএমএএল)।

সংস্থাটির লক্ষ্য হলো ক্রিটিক্যাল মিডিয়া ও এআই লিটারেসিকে ‘নাগরিক অধিকার’ হিসেবে এগিয়ে নেওয়া এবং এম্বেডেড কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক দক্ষিণ অঞ্চলের বিশেষ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জিএসআইএমএএল-এর কো-অর্ডিনেটর ড. নাসরিন পারভিন। তিনি এআই-চালিত ভুল তথ্যের কারণে বাড়তে থাকা বিভ্রান্তি তুলে ধরে মিডিয়া ও এআই লিটারেসিকে জনস্বার্থের বিষয় হিসেবে গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মূল বক্তব্যে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, বাংলাদেশের অনেক বার্তাকক্ষ এখনো এআই প্রযুক্তির সঙ্গে পরিচিত নয়। তিনি জিএসআইএমএএল-কে ছাত্র, শিক্ষক ও মিডিয়া পেশাজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত পরামর্শদাতা ও অতিথিরা এআই-এর তথ্য ও সমাজে প্রভাব সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। ইউনিভার্সিটি অব নেব্রাস্কা, ওমাহার ড. লি গু বলেন, এই উদ্যোগ গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে ক্ষমতায়নে সাহায্য করবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস কে তাওফিক এম হক বলেন, অপ্রচলিত মিডিয়া ক্রমশ ছাত্রদের তথ্য প্রাপ্তির ধরনকে প্রভাবিত করছে।

ড. বুলবুল সিদ্দিকী নির্বাচনের সময় ডিপফেক কনটেন্ট ও ভুল তথ্যের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন। সংস্থার কো-ফাউন্ডার ও উপদেষ্টা ড. হারিসুর রহমান তার বক্তব্যে নাগরিকদের মিডিয়া ও এআই শাসন ব্যবস্থার সঙ্গে অর্থপূর্ণভাবে যুক্ত হওয়ার জিএসআইএমএএল-এর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

লজিক লেন্সের প্রতিষ্ঠাতা জ্যাকব অ্যান্ডারসন বলেন, এআই ব্যবহারের সুযোগ ও ঝুঁকি নির্ভর করে এর প্রয়োগের ওপর।

সমাপনী বক্তব্যে জিএসআইএমএএল-এর প্রতিষ্ঠাতা সাকির মোহাম্মদ বলেন, মিডিয়া ও এআই নিয়ে আলোচনা এখন আর কোনো বিকল্প নয়। তিনি সংস্থার স্বেচ্ছাসেবী-ভিত্তিক ও ব্যয়সাশ্রয়ী কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব সম্প্রসারণ ও প্রশিক্ষণ সমন্বয়ক তাসমিম আলম রূপন্তী।

জিএসআইএমএএল-এর লক্ষ্য হলো গ্লোবাল সাউথে অন্তর্ভুক্তিমূলক, নৈতিক এবং সহজলভ্য এআই ও মিডিয়া সংশ্লিষ্ট জ্ঞান ছড়িয়ে দেওয়া।