শিরোনাম

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি সেতু ভবনের পাশের একটি পাঁচতলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ভবনের পাঁচতলায় কর্ক সিট ও হার্ডবোর্ডের একটি গুদামে আগুন লাগে।
আজ সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুর্মিটোলা ও বারিধারা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।