বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ২০:২৫

ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মোকামতলায় প্রধান অতিথির বক্তব্যে দেন। ছবি : বাসস

বগুড়া, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে।

আজ শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।

আরও বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী মীর শাহে আলম।

এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার জন্য মহাস্থান থেকে রহবল বাজার পর্যন্ত হাজার-হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকেন। স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মোকামতলা এলাকা।