শিরোনাম

পটুয়াখালী, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে কোনো ধরনের অবস্থান নিতে পারবেন না। তবে তারা সাধারণ জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন।
আজ শুক্রবার পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, গণভোট নিয়ে সরকার কোনো অর্থ ব্যয় করেনি এবং এ বিষয়ে নতুন কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। আমরা কেবল আইনকে রেফার করে বিষয়টি স্পষ্ট করেছি। গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ২১ নম্বর ধারায় বলা আছে, সাধারণ নির্বাচনে যা যা নিষিদ্ধ, তা গণভোটের ক্ষেত্রেও নিষিদ্ধ। সাধারণ নির্বাচনের মতোই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো পক্ষ বা বিপক্ষে অবস্থান নিতে পারবেন না।
তিনি আরও বলেন, পটুয়াখালীতে নির্বাচনী প্রস্ততি দেখে আমি খুবই সন্তুষ্ট। আশা করছি এখানে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নির্বাচন কমিশনার জানান, বিগত জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এ বছর নির্বাচনের সার্বিক পরিস্থিতি অনেক ভালো।
পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মো. শহীদ হোসেন চৌধুরী। সভায় সহকারী রিটার্নিং অফিসারগণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কোর অফিসারগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নির্বাচন কমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।