বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ০১:০১

ব্যানার ব্যবহারে ইসির স্পষ্টীকরণ: ১০ ফুট বাই ৪ ফুট মাপের ব্যানার ব্যবহার করা যাবে

ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৬ (বাসস): আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যানার ব্যবহারের বিষয়ে স্পষ্টীকরণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

অনধিক ১০ ফুট বাই ৪ ফুট মাপের ব্যানার ব্যবহার করা যাবে বলে ইসির নির্দেশনা বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, 'উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৭ অনুযায়ী ব্যানার ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশন নিম্নরূপভাবে স্পষ্টীকরণ করেছে।

(১)     হরাইজন্টাল (আনুভূমিক) ও ভার্টিকাল (উলম্ব), যেভাবেই হোক, অনধিক ১০ (দশ) ফুট বাই  ৪ (চার) ফুট মাপের ব্যানার ব্যবহার করা যাবে।'